উদ্ভিদ দেহে প্লাস্টিড নামে একটি অঙ্গানু আছে। আর বর্ণহীন প্লাস্টিড লিউকোপ্লাস্ট নামে পরিচিত। সঞ্চিত খাদ্যের উপর ভিত্তি করে লিউকোপ্লাস্টকে ৩ ভাগে ভাগ করা হয়েছেঃ




১. অ্যামাইলোপ্লাস্টঃ স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টগুলো  অ্যামাইলোপ্লাস্ট  নামে পরিচিত 


২. ইলায়োপ্লাস্টঃ চর্বি জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টগুলো  ইলায়োপ্লাস্ট  নামে পরিচিত 


৩.আলিউরোপ্লাস্টঃ প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টগুলো  আলিউরোপ্লাস্ট  নামে পরিচিত 


    


     আশা করি উত্তরটি পেয়েছেন। ধন্যবাদ প্রশ্নটি করার জন্য।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ