suroveakter

Call

তরুণ মুজিব আম গাছের নিচে বক্তৃতা অনুশীলন করতেন। গোপালগঞ্জের বাড়ির সামনে ছিল বিরাট মাঠ, সরকারি পুকুর সেখানে পুকুরের পূর্ব-দক্ষিণ কোণে একটি আমগাছ এখনো বেঁচে আছে। আম গাছটি ছিল তার প্রথম জীবনে বক্তৃতা শেখার মঞ্চ। সুবক্তা হওয়ার জন্য শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজউদ্দৌলা নাটকের সিরাজ চরিত্রের রূপকার নির্মলেন্দু লাহিড়ী সেসময় প্রবাদপ্রতিম অভিনেতা ছিলেন। তারই সংলাপে খুবই আকৃষ্ট হন বঙ্গবন্ধু তিনি নির্মলেন্দু লাহিড়ী কে অনুসরণ করে নাটকের সিরাজউদ্দৌলা নাটকের সিরাজ চরিত্র মুখস্থ করেছিলেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ