মনেকরি,৪০০ টাকায় ক্ষতি হয় ক টাকা
সূতরাং ক্রয়মূল্য=(৪০০+ক) টাকা
৪৮০ টাকায় লাভ হয় ৩ক টাকা
সূতরাং,ক্রয়মূল্য=(৪৮০-৩ক) টাকা
প্রশ্নমতে,
৪০০+ক=৪৮০-৩ক
=>ক+৩ক=৪৮০-৪০০
=>৪ক=৮০
=>ক=৮০/৪=২০
অতএব, দ্রব্যটির ক্রয়মূল্য=৪০০+ক=৪০০+২০=৪২০ টাকা।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মনেকরি ৪০০ টাকা বিক্রি করলে x টাকা ক্ষতি হয় হয়। তাহলে ক্রয়মূল্য (৪০০+x) আবার তিনগুন লাভে ক্রয়মূল্য (৪৮০-৩x) প্রশ্ন মতে, ৪০০+x=৪৮০-৩x বা,x+৩x=৪৮০-৪০০ বা,৪x=৮০ বা,x=২০ সুতারাং ক্রয়মূল্য( ৪০০+২০)=৪২০

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ক্রয়মূল্য  420 টাকা ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
biggan

Call

মনে করি, 

দ্রব্যটির ক্রয়মূল্য x টাকা 

∴ 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি (x-400) টাকা 

এবং 480 টাকায় বিক্রয় করলে লাভ (480-x) টাকা। 

প্রশ্নমতে, 

3(x-400)=480-x 

বা, 3x-1200=480-x  

বা, 3x+x=480+1200 

বা, 4x=1680 

বা, x=1680/4

∴ x=420

∴ দ্রব্যটির ক্রয়মূল্য 420 টাকা 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ