Chanchal

Call

পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা থাকতে পারে । পরিবর্তন করে দেখতে পারেন । প্রসেসর এবং র্যাম খুলে রাবার দিয়ে পরিষ্কার করে আবার লাগান ।।। আশা করি এতে ঠিক হয়ে যাবে ।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আসলে এটার একটা না বরং অনেক কারণ থাকতে পারে - 

  1. অতিরিক্ত গরম হয়ে যাওয়া। এটা হতে পারে মাদারবোর্ড বা পাওয়ার সাপ্লাই।
  2. হার্ড ডিস্ক ফেইল করা।
  3. কিছু ক্ষেত্রে ভাইরাস ও দায়ী হতে পারে। কিন্তু এটার সম্ভাবনা কম।
  4. সফটওয়্যার জনিত কোন সমস্যা অথবা বিশেষ কোন ড্রাইভার কাজ না করা। 
  5. CPU/ Power supply ফ্যান কাজ না করা। 
এছাড়া আরো কারণ থাকতে পারে। যদি overheating এর কারণে বন্ধ হয় তাহলে মাদারবোর্ড এর প্রতি সেন্টিমিটার ভাল মত সাবধানতার সঙ্গে পরিষ্কার করতে হবে। ফ্যান গুলো বন্ধ হয়ে যাচ্ছে কিনা দেখতে হবে। আর যন্ত্রাংশের কোন সমস্যা হলে সার্ভিস সেন্টারই ভরসা। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

১। কেবিনেটটি খুল ২। মাদার্বোড থেকে সতর্কতার সাথে cpu ফ্যানটি সরাও। কিন্তু প্রসেসর সরানো যাবে না। ৩। হয়ত দেখবে ভিতরে বা heat sink এ প্রচুর ধুলাবালি জমে আছে, যা বায়ু চলাচলকে বাধাগ্রস্ত করে। ফলে cpu ঠান্ডা হতে পারছেনা। ৪।। Heat sink এবং ফ্যানটিকে ভালভাবে পরিষ্কার করে পুণরায় ইনস্টল করো।  এবার কেবিনেট টি অফ করে কম্পিউটারটি অন করো। ৫। সমাধান না হলে স্থানীয় কোনো সার্ভিস সেন্টারে নিয়ে অভিজ্ঞ কাউকে দেখাও। ৬। আরেকটা কাজ করে দেখেন ক্যাপাসিটর ভাল করে লাগানো আছে কিনা, ভাল করে লাগানো না থাকলে ভাল করে লাগিয়ে নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ