Disk Boot Failure - Insert System Disk and Press Enter কম্পিউটার চলতে চলতে হঠাৎ হ্যাং হয়ে যায় এর পর এই মেসেজ দেখায় । আমি এজন্য হার্ডডিস্ক পরিবর্তন করেছি । এমন কি লাইসেন্স করা এনট্রিভাইরস ব্যাবহার করছি, তার পরেও কাজ হোচ্ছেনা মাদারবোর্ডের  সাথে যে ব্যাটারি থাকে সেটা খুলে লাগালে আবার ভাল হয় । কিন্তু আবার কয়েক দিন পর সেইম সমস্যা দেখা দেয়। কি কারনে এই সমস্যা দেখা দেয় কেউ বলতে পারবেন?


Share with your friends

মাদার বোর্ডের সমস্যার কারনে এটি হতে পারে ।আবার ডিভিডি রোমে সমস্যার কারনেও হতে পারে ।প্রাথমিক ভাবে যে চেষ্টা করতে পারেন সেটা হল ...মাদারবোর্ডের Bios এ প্রবেশ করুন ।বুথ অপশনে হার্ডডিক্স টি ফাষ্ট বুথ হিসেবে সিলেক্ট করুন ।সেভ করে রিষ্টাট করুন ।

Talk Doctor Online in Bissoy App

ডেস্কটপ হলে বায়োসের ব্যাটারিটা(20 থেকে 50 টাকা) পরিবর্তন করে উইন্ডোজ দিন। সমাধান না হলে হার্ডডিস্কে নতুন করে পার্টিশন দিতে হবে। তার আগে ডাটা গুলো ব্যাকাপ হিসেবে অন্য কোথাও রেখে দিন।

Talk Doctor Online in Bissoy App