কোন ব্যাপার না।

কাস্টমার কেয়ারে নিয়া যান,ফ্রি সফ্টওয়্যার দিয়া দিবে তারা,।

গিয়া বলবেন সফ্টওয়্যার দিতে হবে।

আবার আগের অবস্থায় ফিরে আসবে।

কোন টাকা লাগবেনা,।

Talk Doctor Online in Bissoy App
OVIsekBD

Call

আপনার ফোনে যদি বেশি apps ইন্সটল করা থাকে তাইলে কিছু অদরকারি apps গুলা uninstall দিন।।।রাম ফাকা করুন।।

যত সম্ভব হয় ফোন মেমরি ফাকা রাখুন।।।

তারপর setting গিয়ে backup and reset এ যান তারপর factory data reset দিন।। দেখবেন ঠিক হয়ে গেছে।।।



তাও এ প্রবলেম থাকলে castumare care এ নিয়ে যান।।।তারা ঠিক করে দিবে।।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনার ফোনের সেটিং এ গিয়ে Backup & Reset এ যান। তারপর Factory data reset এ ক্লিক করুন এবং আবার ক্লিক করুন, Everyting else তারপর প্যাটার্নটি দিন। আপনার ফোন রিসেট হয়ে গেছে। এবার যা করবেন, আপনার ফোনের ডিফল্ট (অর্থাৎ মোবাইলে স্থায়ী আপস) অপ্রয়োজনীয় আপসগুলো ডিজাবল করে দিন। যেমন- Google Search, Google Drive, Google Maps, Gmail, Hangouts, Youtube, Street ইত্যাদি আপসগুলো যদি আপনার অপ্রয়োজনীয় মনে হয় তাহলে ডিজাবল করে দিতে। আশা করি, আপনার মোবাইল হ্যাং করবে না। তারপর ও যদি মোবাইল হ্যাং করে তাহলে মোবাইল সার্ভিসিং এ নেওয়া ছাড়া আর কিছু করার নাই। ডিজাবলের নিয়মটা নিচে দেয়া হল...

Talk Doctor Online in Bissoy App