আমার কম্পিউটারের সামনে দুইটা USB এর যায়গা আছে। এই দুই যায়গায় কোন পেন্ড্রাইভ বা মেমোরি সাপর্ট পায় না। "Device Driver software was not succesfully install" এই মেসেজ দেখায়। কিন্তু পিছনের মাউস, কি বোর্ড এই সব জায়গায় পেন্ড্রাইভ বা মেমোরি দিলে সাপর্ট পায়। প্লিজ সমাধান করুন। কি করলে এই মেসেজ দেখাবে না
Share with your friends
Call

ভাইরাসের সমস্যা আছে কিনা সেটা জানান নি। আমার মনে হচ্ছে আপনার USB Driver টি খেয়ে ফেলেছে। আপনি এক কাজ করুন। পিসির নেট অন করা অবস্থায় রাখুন। 

এবার My Computer এ মাউস দিয়ে রাইট ক্লিক করুন। এবার Manage এ যান। একটা নতুন window আসবে। বাম দিকে একটু নীচে পাবেন Device Manage


image

এবার একটু নীচে গিয়ে দেখুন Universal Serial Bus Controllers. এটাতে ক্লিক করলে দেখবেন সমস্যা যেসব পোর্টে আছে সেগুলো হলুদ চিহ্ন দেওয়া আছে। আপনি এগুলোতে ক্লিক করলে Driver আপডেট কিংবা ইন্সটল আনইন্সটল করার সুযোগ পাবেন। আমার ধারণা driver আপডেট করে নিলেই কাজ করবে। 

কি হল সেটা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App