rakib20

Call
টুপি ছাড়া নামাজ পড়লে ও নামাজ হবে ।  তবে যেহেতু আপনি
টুপি পড়েছেন তাই সুন্দরভাবে পড়ুন যাতে সামনের চুল না দেখা
যায় ।  
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

টুপি পরার উত্তম পদ্ধতি হলো মাথা ঢেকে পড়া। তাই মাথা ঢেকে পড়াই উত্তম। আর টুপি না পরলেও নামায হবে। কারন টুপি পরা সুন্নত। আর সুন্নত আদায় না করলেও নামাজ হবে। আর আপনই যেহেতু টুপি পরছেন। তাই ভালভাবে টুপি পরে সালাত আদায় করা উচিত। আর যদি চুল আসলেই না ঢাকা যায় তাহলে বড় টুপি পড়তে পারেন। অথবা চুল একটু উপরের দিকে দিয়েও পড়তে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

টুপি পরা সুন্নত। আর টুপি পরা সম্ভব বা টুপি কাছে থাকা সত্ত্বেও টুপি না পরে নামায পড়লে নামাযে হয়ে যায় তবে মাকরুহ হয় কারণ নামাযে উত্তম পোশাক পড়া উচিত, যেহেতু টুপি একটি সুন্নত ও উত্তম পোষাক। আর নামায যেহেতু আল্লাহর সামনে পরা হয় তাই পোশাকাদিও ভালোভাবে পরিধান করা উচিত অর্থাৎ টুপি সুন্দর করে পরা উচিত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ