Call

যিনার সাথে স্ত্রী তালাক হবার কোন সম্ভাবনা নেই। যিনা করা হারাম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
আজম

Call

না উক্ত স্ত্রী তালাক হবে না। কিন্তু এর পরিনামে ভয়াবহ শাস্তি রয়েছে শরিয়তে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

না,, ঐ স্ত্রী তালাক হবেনা,, @ কিন্তু এর জন্য ২জনে কঠিন গুনাগার ভাগী হতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

না তবে এটা মারাত্মক অপরাধ  । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

যিনা করার কারণে বিবাহবন্ধন ছিন্ন হয় না। 

তবে এতে তার মারাত্মক কবিরা গুনাহ হবে। একজন অবিবাহিতের যিনার চেয়ে অনেক বেশি পাপ হবে। 

কারণ, ইসলামি শরিয়তে একজন অবিবাহিত লোকের যিনার স‌‌‌

শাস্তি হল একশো বেত্রাঘাত। সে জায়গায় একজন বিবাহিত লোকের যিনার শাস্তি হল প্রস্তারাঘাতে মৃত্যুদণ্ড!! সুতরাং যে গুনাহের কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেটা কত বড় পাপ, বুঝতেই পারছেন!  

কপি,  মানসুর আহমেদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এতে কোন সন্দেহ নেই যে,  ব্যাভিচার করা সবচেয়ে বড় গোনাহ । কিন্তু কোন অবৈধ সম্পর্ক বৈধ সম্পর্ককে ছিন্ন করতে পারে না। অবৈধভাবে মিলন ঘটালেই সে তার স্ত্রী হয়ে যায় না এবং তার মা বা মেয়ে স্ত্রীর বন্ধন থেকে স্বয়ংক্রিয়ভাবে উন্মুক্ত হয়ে যায় না। মহান আল্লাহ কাকে কাকে বিবাহ হারাম--- সে কথা বলার পর বলেছেন, “উল্লেখিত নারীগণ ব্যতীত আর সকলকে বিবাহ করা তোমাদের জন্য বৈধ করা হল; এই শর্তে যে, তোমরা তাঁদেরকে নিজ সম্পদের বিনিময়ে বিবাহের মাধ্যমে গ্রহণ করবে, অবৈধ যৌন সম্পর্কের মাধ্যমে নয়।” (নিসাঃ ২৪) যেখানে বৈধ মিলনের ফলে অনেক মহিলা হারাম হওয়ার কথা বলা হয়েছে, কিন্তু অবৈধ মিলন ব্যভিচার এর ফলে কেউ হারাম হবে কি না, সে কথা বলেননি। সুতরাং বুঝা যায় যে, উক্ত মহিলাগন ছাড়া অন্য কেউ হারাম নয়। হাদিসে কিছু মহিলার হারাম হওয়ার কথা বলা হলেও ব্যাভিচারের ফলে হারাম হওয়ার কথা বলা হয়নি। অথচ জাহেলি যুগে ব্যভিচারের প্রকোপ খুব বেশী ছিল। সুতরাং বুঝা যায় যে, কোন অপবিত্র সম্পর্ক কোন পবিত্র সম্পর্কের বন্ধনকে ধ্বংস করতে পারে না। ৫৮৬ (দ্রঃ ৭/৯০, আযওয়াউল বায়ান ৬/৩৪১, মুমতে ৫/২০৩)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

যিনার কারণে কখনোই কাহারো বিবাহিতা স্ত্রী তালাক হয় না, শুধুমাত্র উক্ত স্ত্রীর স্বামী তালাক দিলেই তালাক হবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ইসলামে যিনার শাস্তি হলো:

১। যদি অবিবাহিত ছেলে মেয়েরা যিনা করে এবং তা সমাজে প্রকাশ পেয়ে যায়, তাহলে উভয়কে ১০০ বেত্রাঘাত করতে হবে।
২। যদি বিবাহিত ছেলে মেয়েরা যিনা করে এবং তা সমাজে প্রকাশ পেয়ে যায়, তাহলে উভয়কে পাথর নিক্ষেপ করে হত‍্যা করতে হবে।
৩। যদি শয়তানের ধোঁকায় পড়ে কেউ যিনা করে এবং তা গোপন রেখে আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি করে ক্ষমা চায় এবং ভবিষ‍্যতে আর না করে, তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন।
কিন্তু যদি যিনার কথা সমাজে প্রকাশ পেয়ে যায়, তখন শাস্তি থেকে বাঁচার আর কোনো উপায় নেই।
কান্নাকাটি করে তওবা করলে আল্লাহ্ গোপনের গুনাহ গোপনে মাফ করে দেন, কিন্তু গুনাহ প্রকাশ পেয়ে গেলে, শাস্তি পেতেই হবে, এটা ইসলামের বিধান।
সুতরাং বিবাহিত স্ত্রী যদি অন‍্য পুরুষের সাথে যিনা করে এবং তা সমাজে প্রকাশ পেয়ে যায়, তাহলে মহিলাটিকে এক দল মুসলমানের উপস্থিতিতে পাথর মেরে হত‍্যা করতে হবে এবং অবিবাহিত হলে যিনাকারী পুরুষটিকে ১০০ বেত্রাঘাত করতে হবে আর বিবাহিত হলে যিনাকারী পুরুষটিকেও পাথর মেরে হত‍্যা করতে হবে।
অতএব, সমাজের কাছে ধরা খেয়ে মাফ চাইলেও কোনো লাভ নাই, শাস্তি পেতেই হবে।
https://www.bissoy.com/734645/
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ