এস এস সি পরীক্ষার পর নৌবাহিনীতে যোগ দান করা যাবে কী?
শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি যদি বিঞ্জান বিভাগ থেকে H.S.C PASS করে থাকেন তাহলে পারবেন আশা করি .আপনার নুর্নতম Hight লাগবে 5.6গনিতে/বিশেষ করে HIGHER MATH এ 3.50লাগবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
NoOnl

Call

মনে হয় না।তবে চেষ্টা চালিয়ে যেতে পার এতে হলেও হতে পারে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

শারীরিক যোগ্যতা এবং বয়স ঠিক থাকলে আপনি নিম্নোক্ত শিক্ষাগত যোগ্যতা নিয়ে নীচে উল্লেখিত পদে আবেদন করতে পাবেব : শিক্ষাগত যোগ্যতা : ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) শাখায় আবেদনের জন্য প্রার্থীকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস হতে হবে ও কমপক্ষে জিপিএ ৩ থাকতে হবে। এসএসসিতে উচ্চতর গণিতধারী প্রার্থী ও বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ন্যূনতম ‘এ’ গ্রেড পেলে অগ্রাধিকার দেয়া হবে। মেডিক্যাল শাখায় আবেদনের জন্য প্রার্থীদের বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞানসহ এসএসসি/সমমান পাস হতে হবে ও জিপিএ ৩ পেতে হবে। পেট্রলম্যান, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও এমওডিসি (নৌ) শাখায় আবেদনের জন্য প্রার্থীদের এসএসসি/সমমান পাস ও জিপিএ ৩ পেতে হবে। আর টোপাস শাখায় পঞ্চম শ্রেণী পাস প্রার্থীরা আবেদন করতে পারবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ