পশ্চিম দিক বলতে কাবার দিকে পা দিয়ে শুয়ে থাকা হারাম। যেহেতু আমরা কাবার পুর্বদিকে অবস্থান করছি তাই। আমাদের জন্য পশ্চিম দিকে পা দিয়ে শুয়ে থাকা হারাম। এর জন্য গুনাহ হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
পশ্চিম বা উত্তর দিকে পা দিয়ে ঘুমানো নিষেধ—এমনটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এটি হারাম অথবা মাকরুহ অথবা অপছন্দনীয়—এমন কোনো বক্তব্য রাসূল (সা.)-এর হাদিসের মাধ্যমে অথবা ফিকর ওলামায়ে কেরামদের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি। সুতরাং যদি কেউ বলেন যে এটি গুনাহের কাজ, তাহলে ভুল কথা বলেছেন। পূর্ব-পশ্চিম সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি এবং আল্লাহর বান্দা যেকোনো দিকেই পা দিয়ে ঘুমাতে পারেন। এটি জায়েজ রয়েছে।
আমাদের যেহেতু কেবলামুখী হয়ে সালাত আদায়ের কথা বলা হয়েছে; আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ‘তোমরা তোমাদের চেহারাগুলোকে মসজিদুল হারামের দিকে ফিরিয়ে নাও।’ এই যে কেবলামুখী হতে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে, এটি কেবলার সম্মান করার জন্য। কোনোভাবেই ইমানদার ব্যক্তিদের জন্য জায়েজ নেই, কোনো আচরণের মাধ্যমে কেবলার অসম্মান ঘটাবে। যে কাজগুলো কেবলার অসম্মান ঘটায়, সে কাজগুলো করা হারাম, জায়েজ নেই। যেমন : কেবলার দিকে থুতু ফেলা, এটি রাসূল (সা.) নিষেধ করেছেন। এর মাধ্যমে অসম্মান হয়ে থাকে। কিন্তু পা দেওয়াটা অসম্মানের বিষয় নয়। কারণ, শুতে হলে কোনো দিকে তো পা দিতে হবে। প্রয়োজনে যেকোনো দিকে পা দেওয়া যাবে। কেবলার অসম্মানের সঙ্গে এটি জড়িত নয়। তাই কেউ যদি মনে করে থাকেন এটি কেবলার অসম্মান, তিনি আসলে এটি ভুল বুঝেছেন। এটি শুদ্ধ নয়, তাঁকে সংশোধন করতে হবে।
উল্ল্যেখ্য যে হযরত বেলল (রাঃ) কাবা ঘরের উপরে দাড়িয়ে অাযান দিয়েছিলেন,,, এবং এখনো কাবা ঘরের উপরে উঠে কাবা ঘরের কাপর পরিবর্তন করে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

না এতে কোন গুনাহ হবে না।

তবে কেবলাকে অবমাননা করলে গুনাহ হবে।

পশ্চিম দিকে পা দিলে গুনাহ হবেকিনা????

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
আপনি এই,উত্তরটি দেখতে পারেন
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ওজর বেতীত, কেউ পশ্চিম "কিবলা" কে অবজ্ঞা করে বা ইচ্ছাকৃত পা দিয়ে ঘুমালে গুনাহ হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো এমনটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি।


ইসলামী আইনের মূলনীতি হলো, 'সাধারনভাবে সবকিছু জায়েয,যতক্ষণ না সেটি হারাম হওয়ার পক্ষে দলিল পাওয়া যায়।'


কিবলার দিকে পা দিয়ে ঘুমাতে বা বসতে কোনো দোষ নেই। তবে কিবলা ও কাবা অত্যন্ত মর্যাদাবান দুটি বিষয়। এগুলো ইসলামের নিদর্শনের অন্তর্ভুক্ত। এগুলোকে কোনোভাবে অসম্মান করা,অবজ্ঞা করা বা এগুলোর প্রতি কোনো অশ্রদ্ধা প্রদর্শন করা মহা অন্যায়।


তাই কেউ যদি ইচ্ছাকৃতভাবে পশ্চিম দিকে পা দিয়ে বসে তাহলে তা মহা অন্যায় হিসেবে বিবেচিত হবে। তবে তা হবে কী হবে না তা নির্ভর করে যে পা রাখছে তার ইনটেনশন বা নিয়্যাতের উপর।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

পশ্চিম দিক নিয়ে কথা নয়; কথা হলো কেবলার দিক নিয়ে। কারণ কেবলা শুধু পশ্চিম দিকই নয়; কেবলা সব দিকেই হতে পারে। যদিও আমাদের নিকট কেবলা পশ্চিম দিকে। কেবলার দিকে পা দিলে গুনা হবে না। তবে এটা অপছন্দনীয় বা মাকরুহ কি না এটা নিয়ে ফকীহদের মাঝে মতভিন্নতা রয়েছে। ইমাম আবু হানীফা ও ইমাম আহমদ রাহ. এর অভিতম অনুসারে কেবলার দিকে পা দিয়ে বসা বা শোয়া মাকরুহ। অন্য অনেকে বলেছেন এতে সমস্যা নেই। সুতরাং সতর্কতার দাবি হলো, কেবলার দিকে পা না দেয়া।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ