আম যখন প্রথম ইমো খুলি তখন আমার ইমো অন্য কেউ ব্যাবহার করতে পারতো মানে,আমি কাউকে কোন পিক দিলে তার কাছে চলে যেত। বিঃদ্রঃ তাকে আমি চিনি না, বা সে আমার ফোন নিয়ে আমার যে নাম্বারে ইমো খোলা ছিল সে নাম্বার এ কোড দিয়ে তার ফোনে আমার ইমো ব্যাবহার করবে তাও নই। পরে সে আমাকে বলে ইমো হ্যাক করেছে। ইমো কী হ্যাক করা যায়!??? এবং কী কী উপায়ে আমি আমার ইমো একাউন্ট সুরক্ষিত রাখবো!?????. এবং এটা কী কোন ভাবে বোঝার উপায় আছে কেউ আমার ইমো তার ফোনে ব্যাবহার করছে কী না জানতে পারবো!???
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

না, ইমো কোড ছাড়া  ইমো হ্যাক করা যায় না

আপনি যদি কাউকে কখনো মোবাইল দিয়ে থাকেন 

তাঁহলে সে কোড নিয়ে তাঁর মোবাইলে ইমো 

চালাতে পারবে।আপনার কথা অনুসারে আপনার 

অ্যাকাউন্ট হ্যাক হয় নি বরং যাকে পিক দিতেন তাঁর

অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এজন্য আপনাকে সেই 

পিক দেখিয়ে আপনাকে ভয় দিচ্ছে।তবু ও আপনি

 ইমো সেটিং গিয়ে আপনার অ্যাকাউন্ট ডিলেট 

করে পূনরায় সেই নাম্বারে ইমো খুলুন।

আর ইমো অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার উপায় আপনার 

মোবাইল অন্য কোন লোক যে না ব্যবহার করে।

মেসেজে কোন কোড আসলে কোন লোক যদি কোড

চাই দিবেন না।কোড ছাড়া ইমো হ্যাক করতে পারবে না।



ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ