আমি h.s.c পরীক্ষার্থী ২ এপ্রিল পরীক্ষা দিব। নিজের ভুলের কারনে অনেক সময় নষ্ট করে ফেলেছি। কিন্ত এখন তা হাড়ে হাড়ে টের পাচ্ছি কী ভুল করেছি সময় নষ্ট করে। এখন আমি পাশ করতে চাই। আমি হিসাব বিজ্ঞান এবং I.C.T নিয়ে চিন্তা তে আছে। আমার মনে হয় এই ২ বিষয় এ পাশ করা সম্ভব হবে না। এখন আমি কোন ভাবে পাশ মার্ক টা তুলতে চাই। কেউ পরামর্শ দিন। কী ভাবে কী করবো এবং কী ভাবে পাশ করবো!????? এবং কত মার্ক পেলে পাশ জানালে উপকৃত হতাম।
শেয়ার করুন বন্ধুর সাথে
amirupu

Call

হিসাব বিজ্ঞানের+ict এর গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো পড়ুন। এখন আর হেলা ফেলা করবেন না।কোন মতেই ৩৩ উঠাইলে পাশ।দিনে মন দিয়ে ৮-৯ ঘন্টা পড়ুন। এতের ব্যাস। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Manik Raj

Call

এই জন্যই বাঙ্গালীর জন্য প্রবাদ প্রায়ই সময় প্রয়োগ করা হয় যে,বাঙ্গালী দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝেনা।আপনিও ঠিক তার ব্যতিক্রম না,আপনি বুঝলেন ঠিকেই কিন্তু সেটা বিলম্বে বুঝলেন। সময় মতো বুঝলেন না,যখন বিপদে পড়ে গেছেন ইতিমধ্যেই তখনেই বুঝলেন যে আপনি তো বিপদে পড়ে গেছেন,কিন্তু তার পূর্বে বুঝলেন না।এরকমটাই আর কি!!!  যাই হোক,এখন যদি চিন্তা করেন যে কিভাবে পাস করবেন পরীক্ষায় সেখানেও আরো সময়ের প্রয়োজন, চিন্তা করতে করতেই দেখবেন পরীক্ষা দরজায় এসে পুস মারছে।তো এখন আর চিন্তা না করেই সেই সময়টুকু ব্যয় করার কোন প্রয়োজন নেই,পড়তে পড়তেই সময়টুকু কাজে লাগানোর ব্যাপক চেষ্টা করুন।এখনো এক মাসের মতো সময়টুকু আপনার হাতে আছে,যেটুকু সময় আছে সেটুকুই আপনাকে কাজে লাগাতে হবে।এখন থেকেই মনযোগী দিয়ে লেগে পড়ুন চিন্তা না করে দেখবেন ভালো কোনকিছু করতে পারবেন। চিন্তার কোন কারণ নেই পড়তে বসলে মনে করবেন আপনি সবকিছু পারেন,কোন নেতিবাচক চিন্তা করবেন না সবসময় পড়ায় ইতিবাচক চিন্তা রাখবেন। দেখবেন অবশেষে ফলাফল আপনার পক্ষে আসবে।পরীক্ষায় পাস করা কোন ব্যাপার না।দুটাতেই পাস মার্ক ৩৩ নাম্বার করে।সময়টাকে ঠিক মতো কাজে লাগান শুধু পড়ায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
MdSahidul

Call

আমার মতে আপনি একটা সাজেশন ফলো করুন।সাজেশনের ভিতরে দেখবেন যেগুলো বেশি করে বোর্ডে আসছে সেগুলো পড়েন।আর হিসাববিঙানে বেশি করে সময় দেন।কারন আইসিটি বিষয়টা অনেকটা সহজ এটা আপনার পাশ হবে।সুতরাং হাতে এখন যতটুকু সময় আছে শুধু বই পড়েন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি হিসাব বিজ্ঞানের জন্য মার্কেটে অনেক সাজেশন এবং বুলেটিন পাবেন, সেগুলো ফলো করুন। ICT পাশ হবেই ICT তে তেমন ফেল করে না। কেননা ব্যবহারিক আছে। দুশ্চিন্তা না করে পড়ায় মনোযোগি হোন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ