২০১৫ সালের কোন পরীক্ষার্থী ২০১৮ সালে এক্সাম দিলে সেইক্ষেত্রে ধরেন, সে  রসায়ন ১ম পত্রে MCQ তে ১৫ পেলো আর ২য় পত্রের MCQ তে এমন কোন নম্বর পেলো, যা পেলে উভয় বিষয়ের নম্বর মিলিয়ে গড়ে সে পাশ করবে। তবে সেইক্ষেত্রে কি সে পাশ করবে? সহজ কথায় উভয় বিষয়ের টোটাল এমসিকিউ নাম্বার অথবা উভয় বিষয়ের টোটাল সিকিউ মিলিয়ে পাশ- ফেল হিসেব করবে কিনা? ২০১৫ সালে এই নিয়ম ছিলো কিনা ? (যেহেতু ২০১৫ সালের পরীক্ষার্থীকে ২০১৫ সালের নিয়ম অনুযায়ীই যাচ করা হবে)
Share with your friends
ArfanAli

Call

উভয়পত্রের CQ এবং MCQ মিলেই গড়ে পাশ। এই নিয়ম প্রথম থেকেই ছিলো। এখনো এই নিয়ম প্রযোজ্য।

Talk Doctor Online in Bissoy App
MohammdAnik

Call

হ্যা CQ তে মিলেMCQ মিলে পাস দর হয়।

Talk Doctor Online in Bissoy App