এখানে মানের কোন বিষয়না,

আপনি যেহেতু ssc এবং hsc দুটোর যে কোন একটা পাস করেই ডিপ্লোমা করতে পারবেন।

তাই অযথা hsc পাস করার পর আসার কি দরকাল? ssc পাস করে আসলেই আপনার 2 বসর save হবে।

তবে মান একই।

আবার যদি hsc পাস করে আসেন তবে ডিপ্লোমা পাসাপাসি hsc এর সার্টিফিকেট ও থাকছে। সাথে চাইলে অনার্স মাস্টার্স ও করতে পারবেন,,কাজেই দুটরি সুবিধা বিদ্যমান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
ডিপ্লোমা করার পর আপনি এইস এস সি সমমানের সারটিফিকেট পাবেন।
যেহেতু এস এস সি করেই এডমিট  হতে পারতেছেন তাহলে অযথা 2 টা বছর কেন নষ্ট করবেন। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আমার মতে, এসএসসি পাশ করেই ডিপ্লোমা করা ভালো। কেননা, তাতে প্রচুর সময় বাঁচে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
OVIsekBD

Call

ডিপ্লোমা করলে অবশ্যই ssc পর করা উচিত।।।।কেননা ssc পাশ করা ছাএ ছাএীদের অগ্রাধিকার বেশি।।আর ssc পর করলে আপনার টাকা+সময় সব বাচবে।।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ