প্রথমেই প্রশ্নকর্তাকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ্।

ভাই কামরুল আলম, সরকারী চাকুরী নামক সোনার হরিণটা আমাদের সবারই লাভ করার তীব্র বাসনা থাকে। তবে আমরা অনেক শিক্ষার্থী বা চাকুরী প্রত্যাশীরা এটা ভেবে সত্যিই ভুল করে থাকি যে, ডিগ্রী কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়লে সরকারী চাকুরী করা সম্ভব নয়। সরকারী চাকুরী আপনার সার্টিফিকেট দেখে না, দেখে আপনার যোগ্যতা। আপনি হয়তো এটাও দেখে থাকবেন যে, অনেক ভালো জায়গাতে লেখাপড়া করেও অনেকে সরকারী চাকুরী পায় না। তবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা আলাদা। আপনাকে আমি আমার দৃষ্টিকোণ হতে এটাই বলব যে, প্রথমত আপনার সাবজেক্ট অত্যন্ত ভালো, এই সাবজেক্টের বর্তমানে চাহিদা আছে।তবে চাকরীর ক্ষেত্রে ্আপনাকে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বিজ্ঞান ইত্যাদি সহ সমসাময়িক ঘটনা সম্পর্কে সচেতন জ্ঞান অর্জনের পাশাপাশি নিজের পঠিত বিষয়েও যথেষ্ঠ দক্ষতা অর্জন করতে হবে। কেননা যদি ্আপনি কখনও আপনার সৌভাগ্যের গুণে কোনো চাকুরীর ভাইবা বোর্ড পর্যন্ত চলে যান আর তখন যদি ওরা আপনাকে আপনার পঠিত বিষয়ের উপর কোন প্রশ্ন করে আর আপনি উত্তর দিতে না পারেন তাহলে বুঝতেই পারছেন, আপনার প্রাপ্তিতে কি ঘটবে। 

তাই, এ বিষয় নিয়ে দুশ্চিন্তা না করে এখন থেকেই প্রস্তুতি নিন। যোগ্যতার অভাবে আমরা চাকুরী পাই না। এটাই আমাদের বেকার সমস্যার মূল কারণ। 

ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ