শেয়ার করুন বন্ধুর সাথে

প্রথম সেমিস্টার: বাংলা, পদার্থবিজ্ঞান-১, জীববিজ্ঞান-১, বাংলাদেশের কৃষি পরিচিতি, ইংরেজি-১, রসায়ন-১, গণিত-১ ; দ্বিতীয় সেমিস্টার: মাঠ ফসলের চাষাবাদ, ইংরেজি-২, জীববিজ্ঞান-২, শরীরচর্চা, পদার্থবিজ্ঞান-২, সবজি চাষ, রসায়ন-২; তৃতীয় সেমিস্টার: মাঠ ফসলের চাষাবাদ-২, কম্পিউটার এপ্লিকেশন, গৃহপালিত পশু পালন, মৎস্য চাষ ব‍্যবস্থাপণা, মৃত্তিকা বিজ্ঞান-১, নার্সারি ব‍্যবস্থাপণা, ফলচাষ। চতুর্থ সেমিস্টার: মৃত্তিকা বিজ্ঞান-২, কৃষি সম্প্রসারণ-১, উদ্ভিদ পুষ্টি ও সার ব‍্যবস্থাপণা, বন ও বনায়ন, বালাই ব‍্যবস্থাপণা-১, বিকাশমান জীবন ও মনোবিজ্ঞান, গৃহপালিত পাখি পালন। পঞ্চম সেমিস্টার: কৃষি বনায়ন ও জীববৈচিত্র, ফসলের রোগ ব‍্যবস্থাপণা, পরিমিতি ও পরিসংখ্যান, মৎস্য হ্যাচারি ব‍্যবস্থাপণা, কৃষি সম্প্রসারণ-২, ফসল সংগ্রহোত্তর প্রগযুক্তি, মসলা জাতীয় ফসল। ষষ্ঠ সেমিস্টার: কৃষি যান্ত্রিককীকরন-১, সমবায় ও কৃষি বিপণন, বীজ প্রযুক্তি, শিক্ষাদানের মূলনীতি' পদ্ধতি ও মূল্যায়ন, কৃষি অর্থনীতি, ফুল ও সুদৃশ‍্য গাছের চাষাবাদ, খাদ্য প্রকক্রিয়াজকরণ-১, সপ্তম সেমিস্টার: খামার ব‍্যবস্থাপণা, খাদ্য প্রকক্রিয়াজকরণ-২, বালাই ব‍্যবস্থাপণা-২, আত্মকর্মসংস্থান (উদ্ধোক্তা উন্নয়ন), কৃষি যান্ত্রিকীকরণ-২, পরিবেশ ও দুর্যোগব‍্যবস্থাপণা, সেচ ও পানি ব‍্যবস্থাপণা, খাদ্য ও পুষ্টি ব‍্যবস্থাপণা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ