গত ১৯/৭/২০১৭ আমি আমার wife এর সাথে condom ছাড়া সহবাস করি কিন্তু ভিতরে কিছু ফেলি না কিন্তু ,বীযর্ পাত হবার আগে যে গরম গার আসে সেটা ছিল, তার ১ ঘনটার মধে্্য একটা ইমকন ১ পিল খাওয়াই, আমার wife এর মাসিক হবার কথা ২৫/০৭/২০১৭ তারিখ কিন্তু একদিন অতিবাহিত হয়েছে কিছু হয়নি এখন কি আমার wife pregnant?


Share with your friends
Call

যেহুতু পিল সেবন করেছেন সেহুতু আপনার স্ত্রী প্রেগনেন্ট নয়।ইমারজেন্সী পিল সেবন করার কারনে মাসিকের সঠিক সময়ের হেরফের হয়ে যায়।যার কারনে মাসিক কিছুদিন আগে বা পরে হতে পারে।তাই আরো কিছুদিন অপেক্ষা করুন।

Talk Doctor Online in Bissoy App

ভয়ের কিছু নাই প্রেগনেন্ট হবে না।মিলনের ৭২ ঘন্টার মধ্যে যেহেতু আপনি ইমারজেন্সী পিল সেবন করাইছেন তাই বিচলিত হওয়ার কারণ নাই।ইমারজেন্সী পিল সেবন করলে মাসিকের ডেট পরিবর্তন হয়।

Talk Doctor Online in Bissoy App

আপনি যদি বীজ ভিতরে পরা আগে বাহির করে ফেলেন তাহলে pregnancy হবে না।আর অনেক কারণে pregnancy হয় না আবার হয়ে যাই। তাছার আপনি emergency pil ব্যবহার করতেছ এর জন্য pregnancy হবে না। আপনি অতিপ্রয়েজন ছাড়া emergency pil ব্যবহার করনেন না, তাছাড়া আরোও অনেক উপায় আছে সেই গুলো ব্যবহার করতে পারেন তার জন্য ভাল কোন চিকিৎসক পরামর্শ গ্রহন করেন।

Talk Doctor Online in Bissoy App