আমি আউটসোসিং  এ গ্রাফিক ডিজাইন এর জন্য মিনিমাম কনফিগারশনের ল্যাপটপ এর ধারণা চাইছি,  


শেয়ার করুন বন্ধুর সাথে
Unknown

Call

প্রথমেই বলে রাখি, গ্রাফিক্স ডিজাইন শেখা এবং এর কাজ করার জন্য ল্যাপটপ মোটেও সঠিক পছন্দ নয়, ডেস্কটপ কিনুন। দাম ও মান দুটোই আপনার অনুকূলে থাকবে।

গ্রাফিক্স ডিজাইনিং এর জন্য পিসি ক্রয়ের ক্ষেত্রে নিম্নোক্ত কনফিগারেশন রিকমান্ডেড-

  • Processor- 1GHz (minimum), 2GHz or more advised.
  • RAM- 8GB or more.
  • Monitor- Choose one with HiDPI, 1980x1080 advised.
  • Storage- 1TB HDD (SSD is better).

অবশ্যই উইন্ডোজ 64 bit ভার্সন ইন্সটল করবেন। বেসিক কমপ্লিট করার পর গ্রাফিক্স ট্যাবলেট কিনে ফেলতে পারেন, এক্ষেত্রে Wacom intuos সিরিজের যেকোনো মডেল বেছে নিতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ