Unknown

Call
সবদিক থেকেই ডেস্কটপ এগিয়ে।
ল্যাপটপের বিশেষত্ব হলো এটি বহনযোগ্য এবং স্টাইলিশ। তবুও ল্যাপটপের দাম বেশি কারণ এর যন্ত্রাংশ উৎপাদন এবং ইন্সটলেশন তুলনামূলক ব্যয়বহুল। একটি ল্যাপটপের যন্ত্রাংশ অন্য ল্যাপটপে ব্যবহার করা যায়না, তাই প্রত্যেক মডেলের জন্য আলাদাভাবে যন্ত্রাংশ উৎপাদন করতে হয়।

অন্যদিকে ডেস্কটপের ক্ষেত্রে আপনি পছন্দানুযায়ী এক বা একাধিক কোম্পানির তৈরি যন্ত্রাংশ ব্যবহার করতে পারবেন, কোনো যন্ত্রাংশ একটি নির্দিষ্ট মডেলের জন্য নির্ধারিত নয়। 

ডেস্কটপ বছরের পর বছর চলে যায়, কোনো হার্ডওয়্যার নষ্ট হলে বা আপগ্রেড করার প্রয়োজন হলে স্বল্পখরচে আপনি নিজেই তা রিপ্লেস করতে পারেন। কিন্তু ল্যাপটপে সামান্য ত্রুটির জন্যও সার্ভিসিং সেন্টারে যেতে হয়, হার্ডওয়্যার আপগ্রেডতো একরকম অসম্ভবই বলা চলে।


পার্সোনাল, লাইট ইউজের জন্য হলে ল্যাপটপই কিনুন। আর প্রফেশনাল and/or হেভি ইউজের জন্য হলে ডেস্কটপ মাস্ট!
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ