শেয়ার করুন বন্ধুর সাথে
Call

৬+১২+১৮+২৪+------ সিরিজের মোট ২৪ টি সংখ্যার যোগফল ১৮০০ হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

6+12+18+24+...........

এটি একটি সমান্তর ধারা ।

ধারাটির প্রথম পদ a = 6 

সাধারণ অন্তর d = 12-6 = 6 

পদ সংখ্যা n = ?

আমরা জানি, 

n তম পদের সমষ্টি n/2 {2a+(n-1)d} 

অতএব, 

      n/2 {2a+(n-1)d}=1800

বা, n/2 {2×6+(n-1)×6}=1800

বা, n/2 (12+6n-6)=1800

বা, n/2 (6n+6)=1800

বা, n/2×6(n+1)=1800

বা, 3n (n+1)=1800

বা, n (n+1)=1800/3

বা, n^2+n=600

বা, n^2+25n-24n-600=0

বা, বা, n (n+25)-24 (n+25)=0

বা, (n+25) (n-24)=0

এখন,

(n+25)=0

বা, n=-25

কিন্তু পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না।

অথবা,

(n-24)=0

বা, n=24 

অতএব,

পদ সংখ্যা n =24 

সুতরাং 6+12+18+24+...... ধারা বা সিরিজের 24 টি সংখ্যার যোগফল 1800 হবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ