১ থেকে ১০০ এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায় ও কি কি এবং সংখ্যাগুলো কে বের করার নিয়ম কি?

আর উক্ত প্রশ্নে "দুইটি বর্গ" দ্বারা কি বুঝানো হয়েছে?


শেয়ার করুন বন্ধুর সাথে
Arman

Call

১ থেকে ১০০ এর মধ্যে ৩৪টি সংখ্যাকে দুইটা বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায় । 2 = 1² + 1² 5 =1² + 2² 8 = 2² + 2² 10 = 1² + 3² 13 = 2² + 3² 17 = 1² + 4² 20 = 2² + 4² 25 = 3² + 4² 32 = 4² + 4² 26 = 1² + 5² 29 = 2² + 5² 34 = 3² + 5² 41 = 4² + 5² 50 = 5² + 5² 37 = 1² + 6² 40 = 2² + 6² 45 = 3² + 6² 52 = 4² + 6² 61 = 5² + 6² 72 = 6² + 6² 53 = 2² + 7² 58 = 3² + 7² 65 = 4² + 7² 74 = 5² + 7² 85 = 6² + 7² 98 = 7² + 7² 68 = 2² + 8² 73 = 3² + 8² 80 = 4² + 8² 89 = 5² + 8² 100 = 6² + 8² 82 = 1² + 9² 90 = 3² + 9² নিয়ম : যে সংখ্যার বের করবো সেই সংখ্যাকে রুট করতে হবে ,রুট করার পরে দশমিকের আগের সংখ্যাটি হবে দুই বর্গের প্রথম বর্গ সংখ্যা এবার প্রখম সংখ্যা - প্রখম বর্গ সংখ্যা করলে যদি যে সংখ্যা আসবে তা যদি পুর্নবর্গ হয় তাহলে আবার রুট করে যা আসবে তাহলো দ্বিতীয় বর্গসংখ্যা এভাবে বের করা যায় আর না যায় তাহলে সংখ্যাকে দুইবর্গের সমষ্টি রূপে লেখা যাবে না ধরি সংখ্যা টি 13 13 রুট করলে 3.6055 তাহলে 13-3²=4 এখন 4 পূর্নবর্গ সংখ্যা রুট করলে 2 সুতরাং 13=3²+2² রূপে প্রকাশ করা যায়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ