Call

আপনার ছেলেকে নিয়মিত দাঁত ব্রাশ করাবেন।  হালকা কুসুম গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে কুলি করাবেন। আর জিভের ময়লা পরিষ্কার করাবেন। তাহলে আর দুর্গন্ধ থাকবেনা

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

 আপনার বাচ্চা মুখের দুর্গন্ধ দূর করতে নিচের

পয়েন্টগুলো ফলোয়াপ করুন —

★  দিনে দু’বার দাঁত ব্রাশ করা, সেটা হলো রাতে

ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে নাস্তার পরে।

প্রতিবার কমপক্ষে ৩ মিনিট করে ভালোভাবে দাত

ব্রাস করাবেন ও নিয়মিত অভ্যাস গড়ে তুলবেন।

★ খাওয়ার পর কুলকুচি করে মুখ ধোওয়াবেন।


★  দাঁত ব্রাশ করার পর জিভ পরিস্কার করার জন্য

ফার্মেসী থেকে একটা Toung clenaner কিনে আনবেন।

এবং নিয়মিত ওর জিহবা পরিক্সার করে দিবেন।


★  দাঁত মাজার আধঘন্টা আগে বা পরে অ্যান্টি ব্যাক্টেরিয়াল মাউথ ওয়াশ দিয়ে মুখ ধোওয়াবেন। এবং মাঝেমাঝে

নারিকেল তেল ও হালকা গরম পানি দিয়ে কুলি করাবেন।


★ ওকে প্রচুর পরিমানে পানি খাওয়ার অভ্যাস গড়ে

তুলুন। প্রচুর পানি পান করলে ওর শরীর ভালো থাকবে

এবং মুখের দূর্গন্ধ কিছুটা কমে যাবে।


★ ওকে ১ মাস বিকোজিন সিরাপ/জিংক সিরাপ

খাওয়ান। এতে ওর শরীর ও মন ভালো থাকবে এবং

আঙ্গুল চোষা থেকেথেকে বিরত থাকবে।


★ পরিশেষে বলতে চাই: আপনার বাচ্চাকে নিয়মিত

সবুজ শাকসবজি,ফলমূল,ও প্রচুর পরিমানে বিশুদ্ধ

পানি পান করান। এবং বিশেশ ক্ষেত্রে একজন অভিজ্ঞ

শিশু বিশেষজ্ঞ ডাক্তারের শরনাপন্ন হোন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

দুর্গন্ধ দুর করনের বিশাল উত্তর দেয়া হয়েছে। তাই আমি শুধু মুখে হাত দেয়ার বিষয়টিই বলছি। করলা রস বা চিড়তা ভিজানো পানি ওর হাতে নিয়মিত আঙ্গুলে লাগবেন। যখনি মুখে হাত দিবে তখনি তিক্ততায় বের করে ফেলবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ