আসসালামু আলাইকুম

আমি ২০১৬ সালে এস এস সি দিছি

আমার বাবা একজন সি এনজি চালক উনি

ভাড়া নিয়ে একজন আর্মির সাথে দেখা হয়

আমার বাবা উনাকে আমার নামে বলেন

উনি বলেন ঠিক আছে তারপর ২-১ দিন 

পর উনি আমার বাবার নাম্বারে কল 

দিয়ে আমাকে কিছু উপদদেশ দেয়

এখন আর্মি তে জবের ব্যাপারে উনি আমার

 চেয়ারম্যান সার্টিফিকেট ছবি, বাবার ছবি

 ভোটার আইডি নেন মেডিকেল সার্টিফিকেট নেন


এখন কথা হল উনি বলে  মেডিকেল না করানো

 ছাড়া আমাকে ট্রেনিং করাবে আর দেড় লক্ষ টাকা চাইছে

এখন আমার টাকা দেওয়া কতটুকু যুক্তিপুর্ন??

অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন?


শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

এ ধরনের লেনদেন করা আইনত অপরাধ এবং

এতে প্রতারিত হওয়ার সম্ভবনা রয়েছে। 

কোনো প্রকার প্রমাণ ছাড়া কোনো প্রকার

লেনদেন করা বোকামি। 

আপনাকে উপদেশ: এমন কাজ করবেন  না।

পরবর্তীতে কোনো সমস্যা হলে আইন ও আপনার

পাশে থাকবে না। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
jinkuuu

Call

ভাই, দালাল দের কাজ হলো উপদেশ দেওয়া আর টাকা মেরে খাওয়া.... আপনার বাবার কস্টের টাকা, যাকে দিতে চাইছেন, তার আগে পুরা তথ্য নেন, যাচাই-বাছাই করুন, তিনি কি সত্যি জব দিতে পারবেন কিনা আগে জানুন তারপর সিধান্ত নিন, বাবা-মা চাইবেই সন্তান একটা চাকুরি করুক, তার আগে আপনি ওই চাকুরিদাতার খোজ নিন... নাহলে পড়ে টাকা মেরে খেলে আর কিছুই করার থাকবে না, কারন সে সরকারী ব্যাক্তি বলে অজুহাত দেখিয়ে বেচে যাবে .. সো ভাই, যাই করবেন চিন্তা-ভাবনা করে তারপর করবেন 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ