শেয়ার করুন বন্ধুর সাথে

ভাই এটা ভুল কথা যে পানি এসিড। পানি এসিড কিনা তা নির্ভর করে এর পিএইচ (পাওয়ার অব হাইড্রোজেন/হাইড্রোজেনের ক্ষমতা) এর উপর।  পিএইচ মান ৭ হলো নিরপেক্ষ মান ।অর্থ  এসিড ও ক্ষার কোনোটি নয়। পিএইচ মান ৭ এর কম হলে তা এসিটিক আর পিএইচ মান ৭ এর বেশি হলে তা ক্ষারীয়। সাধারণ পানির পিএইচ মান ৭ এর কম থাকে তাই পানিকে এসিটিক মনে করা হয়। কিন্তু এর মান অতি দুর্বল। তাই পান করার সময় টক লাগে না।  ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

পানির pH =7 আর pH 7 কে নিরপেক্ষ ধরা হয়। তাই পানি অম্লও না ক্ষারও না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ