বৈদ্যুতিক তারের সাথে ব্লেড লাগিয়ে পানি গরম করার সময় পানিতে sort circuit হয়।ফলে যে তাপ উৎপন্ন হয় তাই পানিকে গরম করে তোলে।আর এই sort circuit হয় পানিতে মিশ্রিত অসংখ্য ধাতব আয়নের জন্যে।আমাদের বাসার টিউবওয়েলের পানিতে অনেক এরকম আয়ন মিশ্রিত থাকে।কিন্তু বৃষ্টির পানিতে এরকম কোনো ধাতু নেই।তাই এ পদ্ধতিতে বৃষ্টির পানি গরম করা যায় না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কারণ বৃষ্টির পানিতে কোন অপদ্রব্য বা আয়রন থাকেনা। তাই পানির অণুগুলোর মধ্যে বিদ্যুৎ পরিবহন হয়না এবং উত্তেজনাও বৃদ্ধি পায়না। তাই ওয়াটার হিটারে বৃষ্টির পানির সাথে সাধারণ পানি মিশিয়ে দিলেই পানি গরম হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বৃষ্টির পানি ডিস্টিল ওয়াটার হওয়ায় তাতে বৈদ্যুতিক সংযোগ দিলে ক্যাথোড এবং আনোডে কোন ক্রিয়া না করাই পানি গরম হয় না। আপনি বৃষ্টির পানির সাথে স্বাভাবিক পানি অথবা কোন কিছু মেশালে পানি গরম হবে তবে ভুলেও লবন মেশাবেন না

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ