AsifRana

Call

তীব্র এসিড হল যেগুলো জলীয় দ্রবণে বেশি [H+] বিয়োজিত হয় যেমন HNO3, H2SO4 আবার কম পরিমান [H+] বিয়োজিত হলে দূবল এসিড যেমন H2CO3 একই ভাবে যারা জলীয় দ্রবণে [OH-] আয়ন বেশি ছাড়ে তারা তীব্র ক্ষার আর কম ছাড়লে দূর্বল ক্ষার।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Ethin

Call

তীব্র এসিড তাদেরকেই বলা হয় যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন( H+) দান করে এবং বিক্রিয়া করে সম্পূর্ণ আয়নিত হয় বা বিয়োজিত হয়।  উদাহরণ: H2SO4(aq)----(2H+)  +  (SO42-)  বিপরীতভাবে বলা যায় যে,দুর্বল এসিডে জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয়।(CH3COOH হলো দুর্বল এসিড।) তীব্র ক্ষার জলীয় দ্রবণে হাইড্রোক্সিল (OH-) আয়ন প্রদান করে এবং সম্পূর্ণ আয়নিত হয়। উদাহরণ: NaOH(aq)----( Na+) + (OH-) বিপরীতভাবে বলা যায় যে, দুর্বল ক্ষার জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয়।(NH4OH একটি দুর্বল ক্ষারক।)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

যাদের pH 0-less than equal 3 তারা তীব্র এসিড এবং তাদের বর্ণ লাল। আবার যাদের pH মান >3-<7 সেগুলো দুর্বল এসিড এদের বর্ণ হলুদ।যাদের pH মান >7-less than equal 11 সেগুলো দুর্বল ক্ষার তাদের বর্ণ নীল এবং যাদের pH মান >11-14 সেগুলো তীব্র ক্ষার এদের বর্ণ বেগুনি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ