শেয়ার করুন বন্ধুর সাথে

সমাধান অবস্যই আছে তবে আগে আপনার রোগের কারন নির্নয় করতে হবে, তাই একজন ডাক্তারের পরামর্শ নেন। আর নিচের টিপসগুলো ফলো করতে পারেন------

- যে স্থানে ব্যথা বেশি অনুভূত হচ্ছে, সেখানে বরফ বা ঠাণ্ডা সেক দিন।


- মাথার নিচে ও কাঁধে বালিশ রেখে হেলান দিয়ে থাকুন।


- যেখানে ব্যাথা খুব তীব্র সেখানেও বালিশ দিয়ে জোরে চাপ দিয়ে থাকতে পারেন।


- পারফিউম বা কোনো তীব্র গন্ধ শুঁকবেন না।


- কোনো কাজের চাপ নেবেন না।


- রোগের বৈশিষ্ট মতই অন্ধকার ঘরকে বেশি পছন্দ করবেন। সেটাই করা উচিত।


- পরিমিত চা খেতে পারেন তবে কফি না খাওয়াই ভালো।


- বই পড়বেন না বা টিভি দেখবেন না।


- কম্পিউটার মনিটরের আলো থেকে দূরে থাকুন।


- কোনভাবেই যেন কোনরকম শব্দ না আসে ঘরে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ