Call
কিভাবে চিনবেন কোনটা এসিড ও কোনটা ক্ষার এখানে দেখুন
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

সহজে এসিড চেনার উপায়ঃ যদি কোন যৌগের প্রথমে H থাকে তবে সেটি এসিড। এসিডে H থাকবেই, আর তা যৌগের প্রথমে থাকবে। যেমন, H2SO4, HCl, H3PO4, HNO3 ইত্যাদি। সহজে ক্ষার চেনার উপায়ঃ যদি কোন যৌগর শেষে H থাকে তবে তা ক্ষার। যেমন, NaOH, Ca(OH)2, KOH ইত্যাদি। এসিড ও ক্ষার চেনার এই নিয়মে দুই একটি ব্যাতিক্রম থাকতেই পারে, যা আপনাকে প্রাক্টিস করে মনে রাখতে হবে।। এই দুটি নিয়ম মনে রাখলেই এসিড আর ক্ষার চিনতে আপনার সমস্যা হবে না আশা করি।। বিঃদ্র: লবন চেনার উপায়ঃ যৌগের মাঝখানে H থাকবে।।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ