আসসালামু আলাইকুম। ভাই আমি PTC সাইট থেকে যদি Direct reffaral থেকে আয় করি তবে সেটা কি হারাম না হালাল। Direct reffarl হচ্ছে আমাকে PTC সাইট থেকে একটা লিংক দিবে এবং এই লিংক দিয়ে আমি যাকে রেজিস্টেশন করাবো এবং সে যে পরিমান আয় করবে সেই আয়ের কিছু পরিমান টাকা আমি পাবো।কিন্তু তার আয় থেকে দেয়া হবেনা।এটা কোম্পানি দিবে।এখন আমার প্রশ্ন এটাকি হারাম নাকি হালাল।
Share with your friends
Unknown

Call

যদি PTC থেকে আয় হালাল ধরে নিই তাহলে Direct Referral থেকে যে আয় হয় সেটিও হালাল। 

আপনি যাকে রেজিস্ট্রেশন করাচ্ছেন, তার আয় থেকে কিন্তু আপনাকে দেয়া হচ্ছেনা, যে টাকাটা পাচ্ছেন তা কোম্পানি একরকম বোনাস হিসেবে তাদের নিজদের রেভিনিউ থেকে দেয়। তাই এখানে হারাম হওয়ার মতো কোনো কিছু নেই।

Talk Doctor Online in Bissoy App