ধরুন আমার একটা টিভি চ্যানেল আছে।  সেখানে আমি ইসলামিক অনুষ্ঠান,হাম,নাত ইত্যাদি প্রচার করে থাকি। প্রশ্ন হলো :অনুষ্ঠানে আমি বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন দেই। সেখানে মাঝে মাঝে কিছু নারীদের বিজ্ঞাপন দেই :যেমন ক্লিয়ার শ্যাম্পো,রবি সিমের বিভিন্ন অফার। এই ধরণের বিজ্ঞাপন কি হারাম নাকি হালাল ?বিজ্ঞাপন না দিলে টিভি চ্যানেল টি বন্ধ রাখতে হবে। এর মাধ্যমে কিন্তু অনেকেই ভালো কাজ করছে। সে দিকে লক্ষ রাখবেন।


শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call
হিযাব ভঙ্গ করে কোনো কিছু প্রদর্শন করা হলেই তা
হারাম। প্রচলিত ক্লিয়ার শ্যাম্পু, রবি অপারেটরে 
নারীদের নিয়ে যেসকল বিজ্ঞাপন হয় তা সব গুলোই
হারাম/নিষিদ্ধ।  এমন বিজ্ঞাপন আপনার চ্যানেলে যুক্ত
করা যাবে না, কি প্রচার করছেন সে পরের বিষয়। 

" বড় কোনো ক্ষতির থেকে ছোট ক্ষতি ভালো"

সুতরাং,  যদি আপনার ও ধরনের বিজ্ঞাপন ছাড়া চ্যানেল
না চলে তাহলে চ্যানেল বন্ধ করে দিতে হবে। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ