Call

এটি সম্পূর্ন রুপে হারাম । হযরত আবু যার(রাঃ) থেকে বর্নিত । তিনি নবী কারীম (সাঃ) হতে রেওয়ায়েত করেন- তিন শ্রেনির লোকদের সাথে কিয়ামতের দিন আল্লাহ তায়ালা কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, এবং তাদের জন্য আছে যন্ত্রনাদায়ক শাস্তি । তারা হলোঃ ১/গোড়ালির নিচে কাপড় পরিধান কারি ব্যাক্তি । ২/দান করে খোটা দান কারি ব্যাক্তি । ৩/মিথ্যা শপথের দ্বারা পন্য সামগ্রী প্রচলনকারী ব্যাক্তি । (হাদিসটি ইমাম মুসলিম রঃ বর্ননা করেছেন । )

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে মিথ্যার আশ্রয় গ্রহণ করলে ব্যবসায়ী এবং ক্রেতা উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। রাসূলুল্লাহ (ছাঃ) ব্যবসায়ীদেরকে মিথ্যা পরিহার করার জন্য বিশেষভাবে নির্দেশ দিয়েছেন। বিশিষ্ট ছাহাবী ওয়াসিলা ইবনুল আকওয়া (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) আমাদের কাছে আসতেন এবং বলতেন,

     يَا مَعْشَرَ التُّجَّارِ إِيَّاكُمْ وَالْكَذِبَ

     ‘হে বণিক দল! তোমরা মিথ্যা কথা ও মিথ্যা কারবার থেকে অবশ্যই দূরে থাকবে’। [ছহীহ আত-তারগীব ওয়াত তারহীব, হা/১৭৯৩]

পণ্য ক্রয়-বিক্রয়ের সময় সকল ব্যবসায়ীকে মিথ্যা কসম বর্জন করতে হবে। কারণ তা ইসলামে নিষিদ্ধ। আবু কাতাদা (রাঃ) হ’তে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন,

    إِيَّاكُمْ وَكَثْرَةَ الْحَلِفِ فِى الْبَيْعِ فَإِنَّهُ يُنَفِّقُ ثُمَّ يَمْحَقُ

     ‘ব্যবসার মধ্যে অধিক কসম খাওয়া হ’তে বিরত থেকো। এর দ্বারা মাল বেশী বিক্রি হয়, কিন্তু বরকত বিনষ্ট হয়ে যায়’। [মুসলিম, মিশকাত হা/১৬০৭, ২৭৯৩]

রাসূলুল্লাহ (ছাঃ) আরো বলেন,

    ‘অধিক কসম খাওয়ার প্রবণতা ব্যবসায়ের কাটতি বাড়ায়, কিন্তু বরকত দূর করে দেয়’। [ মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/২৭৯৪]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ