একটি ছাগল ১০% ক্ষতিতে বিক্রয় করূ হলো।বিক্রয় মূল্য ৪৫০ টাকা বেশী হলে ৫% লাভ হতো।ছাগলটির ক্রয়মূল্য কত?


শেয়ার করুন বন্ধুর সাথে
Call
১০% ক্ষতিতে বিক্রয় মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা আবার, ৫% লাভে বিক্রয় মূল্য = (১০০+ ৫) টাকা = ১০৫ টাকা অতএব, 
বেশি বিক্রয় মূল্য = (১০৫ - ৯০) টাকা = ১৫ টাকা।
এখন, 
বিক্রয় মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
বিক্রয় মূল্য ১ টাকা বেশি ক্রয়মূল্য = ১০০÷১৫ টাকা 
বিক্রয় মূল্য ৪৫০টাকা বেশি হলে ক্রয়মূল্য = 
(১০০×৪৫০)÷১৫ = ৩০০০ টাকা।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ