মুনাফা মানে "লাভ্যঅংশ" ইসলামী ব্যাংকের মুনাফা অবশ্যই হালাল। 

অন্য ব্যাংক এর সুদ ব্যাংকে না রেখে গরীবদের দান করাটাই উত্তম হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Junait

Call

প্রথম কথা, সুদ হারাম তা যেভাবেই অর্জিত হোক

না কেন। নামধারী ইসলামিক ব্যাংক সুদ নামে লভ্যাংশ

দিলেও তা হারাম। 

সুদে জড়িত হওয়াটাই পাপ, সুদের টাকা আপনি কি

করবেন সেটা কোনো বিষয় না। সুদে জড়িত হলেই

সেই ব্যাক্তিদের সাথে আল্লাহ ও আল্লাহর রাসুলদের

সাথে যুদ্ধের ঘোষণা করা হয়েছে। 

যারা সুদ নেয়, যে সুদ দেয়, যে সুদের তথ্য লিপিবদ্ধ

করে, যারা সাক্ষী থাকে,  যারা সুদের কারবারকে 

উৎসাহিত/প্রচার করে,  সবাই সমান অপরাধী হবে।

সুদে জড়িত হলে ৭০ প্রকার অপরাধের পাপ হয়, 

৭০ টির সবথেকে নিচের পাপটি হলো, নিজের আপন

মায়ের সাথে যিনা করার সমতুল্য পাপ হবে, এর থেকেও

বড় ৬৯টি পাপ হবে সুদে জড়িত হওয়ার জন্য। 

সমাজে একটি ভুল কথা প্রচলিত যে, সুদের

টাকা সওয়াবের উদ্দেশ্য ছাড়া দান করে মুলধন

হালাল করা যাবে। 

আল্লাহ কোরআনে কোথাও বলেন নি যে, 

তোমরা সুদের কারবার কর কিন্তু সুদ খেয়ো না।

পবিত্র কোরআনে মোট ৮ বার/জায়গায় সুদ হারাম

তা ঘোষণা করেছেন আল্লাহ।

আল্লাহ বলেছেন যে, সুদের কারবার করো না অর্থাৎ

সুদ নিবে ও না দিবে ও না। এখন কেউ যদি

সুদের টাকা সওয়াবের উদ্দেশ্য ছাড়াও দান

করতে চাই তাকে সুদের টাকা নিতে হবে যা

কোরআনের বিরুদ্ধে যায়। তাছাড়াও সুদের

টাকা আপনি না নিলেও সুদকে পরোক্ষভাবে

উৎসাহিত করছেন সুতরাং সুদযুক্ত ব্যাংকে

লেনদেন করাই হারাম। এমনকি অ্যাকাউন্ট

খোলাও হারাম, কেননা অ্যাকাউন্ট খোলার

সময় ব্যাংকের নীতিমালার মেনে নেওয়ার প্রতিশ্রুতি

দিয়ে সাক্ষর করতে হবে, এই সাক্ষর করার

মাধ্যমে এটা নিশ্চিত হয়ে যায় যে হ্যাঁ, আমি

সুদের কারবার করতে এবং সুদের শর্তাবলি

মানতে রাজি আছি।

আপনি ইসলামিক শরীয়াত মোতাবেক পরিচালিত

ব্যাংক গুলোতে টাকা জমা, লেনদেন করতে পারেন। 

প্রকাশ্যেই যেসকল ব্যাংক বলে যে তারা সুদের কারবার

করে না, এবং আপনিও যাচাই করে দেখেন যে হ্যাঁ 

তারা সুদের কারবার করে না সেসকল ব্যাংকে 

লেনদেন করলে কোনো সমস্যা নেই। 

প্রকাশ্যে ঘোষিত সুদমুক্ত ব্যাংক

গুলোর তালিকা হলো: 

  • Islami Somaz Bank Limited
  • Al-Arafah Islami Bank Limited
  • EXIM Bank Limited
  • First Security Islami Bank Limited
  • ICB Islamic Bank Limited
  • Islami Bank Bangladesh Limited
  • Shahjalal Islami Bank Limited
  • Social Islami Bank Limited
  • Union Bank Limited
শুধু আমার কথাতে বিশ্বাস করে সুদমুক্ত
মনে করবেন না, আপনি নিজে যাচাই করে 
দেখবেন যে আদৌ সুদের কারবার তারা করে
কি না, আপনি সাধারণ মানুষ হিসাবে যতটুকু
যাচাই করতে পারেন, করবেন। যদি দেখেন
যে সুদের কারবার হচ্ছে গোপনে তাহলে উক্ত
ব্যাংকে লেনদেন করবেন না, যদি যাচাই করে
এমন কোনো তথ্য না পান যে তারা সুদের কারবার
করে না তাহলে সেই ব্যাংক গুলোতে লেনদেন করা
যাবে। 
যে কয়টি ব্যাংকের নাম দিয়েছি তন্মধ্য আমি নিজে
যাচাই করেছি + পরিচিত, যুক্ত মাত্র একটি ব্যাংকের 
সাথে তা হলো : "Islami Bank Bangladesh Limited"

উপরোক্ত ব্যাংক গুলোতে গোপনে সুদের কারসাজি
থাকলে আমি কোনো ভাবেই দায়ী নই, নিজ দায়িত্বে
যাচাই করে নিবেন। 

প্রকাশ্য সুদযুক্ত ব্যাংক গুলো হলো: (যে ব্যাংক
গুলোতে টাকা রাখাও হারাম) নিচের ব্যাংক গুলোর
সুদের টাকা সওয়াবের উদ্দেশ্য ছাড়া দান করেন বা না
করেন সেটা বিষয় না, সর্বোপরিই হারাম। 
  • Agrani Bank Limited
  • Janata Bank Limited
  • Rupali Bank Limited
  • Sonali Bank Limited
  • Bangladesh Development Bank
  • BASIC Bank Limited
  • Bangladesh Krishi Bank
  • Rajsha Krishi Unnayn Bank
  • AB Bank Limited
  • Bangladesh Commerce Bank Limited
  • Bank Asia Limited
  • BRAC Bank Limited
  • City Bank Limited
  • Dhaka Bank Limited
  • Dutch-Bangla Bank Limited
  • Eastern Bank Limited
  • IFIC Bank Limited
  • Jamuna Bank Limited
  • Meghna Bank Limited
  • Mercantile Bank Limited
  • Midland Bank
  • Modhumoti Bank Limited
  • Mutual Trust Bank Limited
  • National Bank Limited
  • National Credit & Commerce Bank Limited
  • NRB Bank Limited
  • NRB Commercial Bank Limited
  • NRB Global Bank Limited
  • One Bank Limited
  • Premier Bank Limited
  • Prime Bank Limited
  • Pubali Bank Limited
  • South Bangla Agriculture & Commerce Bank Limited
  • Southeast Bank Limited
  • Standard Bank Limited
  • The Farmers Bank Limited
  • Trust Bank Limited
  • United Commercial Bank Limited
  • Uttara Bank Limited
  • Shimanto Bank Ltd
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ