আমি স্বপ্নদোষ থেকে এড়িয়ে চলার জন্য, যথেষ্ট চেষ্টা করি। হস্তমৈথুন করি না।পর্ণো মুভি দেখি না। অর্থাৎ আমি সবকিছু মেনে চলার চেষ্টা করি। যাতে করে আর স্বপ্নদোষ না হয়। কিন্তু আমার স্বপ্নদোষের সংখ্যা হঠাৎ করে এতো বেড়ে গেছে, মাসে ১৫-২০ বার হয়। এখন আমি কি ওষধ খেতে পারি?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মাসে ৫-৬ বার স্বপ্নদোষ হলে তেমন কোন ক্ষতি নেই|মাসে ১৫-২০ বার স্বপ্নদোষ হচ্ছে আর আপনি বসে আছেন|এটা মোটেও উচিত হয়নি|যত দ্রুত সম্ভব যৌন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যোগাযোগ করে চিকিৎসা গ্রহণ করেন|নচেৎ পরবর্তীতে পরিণাম বিরুপ হতে পারে|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

স্বপ্নদোষ যখন সপ্তাহে ১ বারের বেশি এবং মাসে ৫ বারের বেশি হতে থাকে তখন এটাকে অতিরিক্ত স্বপ্নদোষ বলা হয়ে থাকে। তখন এটার পেছনে কোনো না কোন কারণ থাকে অর্থাৎ সেই সময় এটা রোগের পর্যায়ে পড়ে যায়। স্বপ্নদোষ যদিও ভয়াবহ কোনো বিষয় নয় কিন্তু এ অবস্থা চলতে থাকলে একসময় এটা নানা প্রকার শারীরিক, মানসিক সমস্যার জন্ম দিয়ে থাকে। তাই কাল বিলম্ব না করে আপনার হোমিওপ্যাথের সাথে যোগাযোগ করুন এবং চিকিৎসা নিন। খুব অল্প সময়ের মধ্যেই সেরে উঠবেন ইনশাল্লাহ। এ অবস্থায় চিকিৎসা না নিয়ে কেউ এর থেকে মুক্তির জন্য হাজার নিয়ম কানুন পালন করলেও কোনটাই সুফল বয়ে আনে না। এটাই বাস্তবের কথা, তথাকথিত বিশেষজ্ঞদের গাজাখুরি গল্প নয়। জেনে রাখা ভালো :- রাতে অতিরিক্ত ভুজন বা গুরুপাক দ্রবাদি ভুজন অথবা তীব্র কোষ্ঠকাঠিন্যের কারণে অনেকেরই কিছু দিন অতিরিক্ত স্বপ্নদোষ হতে পারে। এটা কোনো রোগের পর্যায়ে পড়ে না। রাতে শোবার ২/৩ ঘন্টা আগে হালকা খাবার গ্রহণ এবং কোষ্ঠকাঠিন্যেরসমস্যা থাকলে সেটা প্রতিরোধ করলেই ঐ সময়কার অতিরিক্ত স্বপ্নদোষ ঠিক হয়ে যাবে। এর জন্য কোনো প্রকার চিকিৎসার প্রয়োজন নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ