আমার যখন বয়স ১৯.২০ হবে তখন আমি রমজান মাসে তারাবির নামাজ পরাতে যাই মসজিদ ছিল আমার খালা,র বাসার কাছে  খালার বাসাতে থেকে নামাজ পরাতাম আমার খলাতো ভাই এর কাজিন এর সাথে তখন আমার দেখা হয়  আমি তখন মেয়েদে দিকে তেমন আকৃষ্ট ছিলাম না তারে আমার খুব ভালো লাগলো ও আমাকে প্রায়, ই এসে জিগ্গেস করতো আমি কাওকে ভালোবাসি কি না আমার কেমন পছন্দ এক কথায় ওর চোখে আমি ভালোবাসা  দেখতে পাইছি আমার জন্য পরে এক আমি বুকার মত বলে দিলাম  আমি একটা মেয়ে কে ভালবাসি তার নাম জুনাকি কিন্তু আমি কাওকে ই ভালোবাসি না মিথ্যে বলছি তার পর ও আমাকে কলম আমি তাকে একটা গল্পের বই দিছিলাম পরতে   ফিরত দেওয়ার সময় আমাকে এই বই এর বিতরে একটা গোলাপ  গিফ্ট করছে  তার আরো অনেক কিছু দিছে আমি ও দিছি  হুমম একটা ডায়েরী ও দিছিলাম  যাই. হওক তার কিছুদিন পর আমি দেশের বাহিরে এসে পরলাম  আসার পর তার সাথে কথা বলার অনেক চেস্টা করছি  শুধু একবার কথা বলতে পেরেছি আমার ভালোবাসার কথা  জানালাম কিন্তু সে এখন মানা করে দিলো আমাকে নাকি ভালো বাসে না আমি বল্লাম ত আমাকে কেনো গোলাপ গিফ্ট করতে গেলা   বলে এমনি.  আমি যখন তার কাছে ছিলাম তখন বুজতে পারিনি  যে আমি তাকে এতটা ভালোবাসি এখন আমার কি করা উচিৎ   ভাবতেছি দেশে গিয়ে তাকে বিয়ে করব  তা করা কি ঠিক হবে শুধু একটায় সমস্যা তার পরিবার একটু গরিব  তাই আমার পরিবার তা মানতে চাইবে না.... তার নাম হাবিবা  মাদ্রাসায় পরে  আমি ও মাদ্রসায় পরতাম এখন আমি দেশের বাহিরে আছি 


শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

যেহেতু মেয়েটি আপনাকে ভালবাসে না অর্থাৎ যে

আপনার জীবন সঙ্গী হতে আগ্রহী নয় তাহলে

তাকে বিয়ে করাটা কখনোই বুদ্ধিমানের কাজ

হতে পারে না। আপনার বর্ণনা পড়ে বোঝা যাচ্ছে,

আপনাকে নিয়ে আপনার পরিবারের অ্যারেঞ্জ 

ম্যারেজের স্বপ্ন দেখে। 

আরোও একটি কথা, কথাটি আমি কোন জাতি, লোককে

ছোট করার জন্য বলছি না।

'অর্থ যেখানে নেই, ভালবাসা সেখানে দূর্লভ'।

সব মিলিয়ে আমার দৃষ্টিকোণ থেকে পরামর্শ যেহেতু

মেয়েটি আপনার সাথী হতে একমত নয় সেহেতু

তাকে বিবাহ না করাটাই ঠিক হবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ