আপনি হয়তো আর্থিক দিক থেকে গরিব কিন্তুু

মনের দিক থেকে তো আপনি যথেষ্ট ধনী। আপনি

কি জানেন আমাদের দেশের নামি-দামি অনেক

শিল্পি আছে যারা খুব গরিব ছিলেন। তাদের মধ্যে:

নোলক বাবু, সালমা,মমতাজ,আকবর,মনির খান

প্রমুখ। মনির খান একবার লাইফ অনুষ্ঠানে বলেছিলেন

তিনি প্রথমে ঢাকায় এসে কোথাও থাকার মতো

জায়গা পেয়েছিলেন না। অতপর তিনি আনসার বাহিনীতে

চাকরি করেছেন। অনেক কষ্ট করে শিল্পি হয়েছেন।

আপনি একটু চেষ্টা করুন দেখবেন সফলতা আসবেই।

জগতে পরিশ্রম বিনা কিছুই অর্জন করা সম্ভব নয়।

এবার আসুন কিভাবে সামনের দিকে আগাবেন।

আমি কিছু পয়েন্ট দিচ্ছি ফলো করুন এগুলো।

★ প্রথমেই নিকটস্ত সংগীত একডেমিতে যুক্ত হন।

★ শিল্পি সমিতির সদস্য হন।

★ ভালো গুরুর কাছ থেকে নিয়মিত তালিম নিন।

★ ভিবিন্ন মিউজিক/হারমনিয়াম বাজানো শিখুন।

★ গানের স্কুলে ভর্তি হন।

★ ভিবিন্ন অনুষ্ঠানে অতিথি শিল্পি হিসেবে গান

পরিবেশন করুন।

★ভিবিন্ন প্রতিযোগিতায় গান গাওয়ার জন্য

অংশগ্রহন করুন।

★ প্রতি বছর ক্লোজআপ/মেরিল প্রথম আলো / চ্যানেল

আই সহ ভিবিন্ন প্রতিযোগিতা মূলক গানের অনুষ্ঠানে

অংশগ্রহন করুন। আমি দোয়া করছি সৃষ্টিকর্তা যেন

আপনার মনের আশা পূরন করেন। (আমিন)


এই লিংক থেকে মনির খানের জীবন কাহিনী দেখে নিন।



ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
jinkuuu

Call

শিল্পি হতে হলে নিজের উপর নিজের আত্মবিশ্বাস থাকতে হবে, টাকা দিয়েই সব হয় না ভাই, 

আপনি যদি মনে করেন আপনি ভালো গাইতে পারেন তাহলে নিজের #Tallent টা কে #YouTube দিয়ে দুনিয়া কে জানান, 

এখন কভার গান এর জনপ্রিয়তা বেশি, 

আপনি গান কভার করে ছেড়ে দিন, আর বন্ধু বান্ধব এর বিয়েতে গান গাওয়ার চেষ্টা করুন, তাহলেই একদিন আপনার স্বপ্ন পূরুন হয়ে যাবে 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ