আমি এস এস সি তে 3.73 পেয়েছি। আমি HSC পর বিশ্ববিদ্যালয়ে চানজ নিতে চাই। তাহলে আমাকে এখন কি ভাবে পড়া শুনা করতে হবে। আমি একজন মানবিকের ছাএ।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

প্রথমে আপনাকে টার্গেরট ঠিক করে নিতে হবে।

এবং সময় এর মূল্য দিতে হবে।

আপনি এখন থেকে টনটাইট ভাবে পড়া শোনা

শুরু করুন।

নিজের মত করে একটা রুটিক করে নিন।

যেহেতু আপনি মানবিক এর ছাত্র সেহেতু ইংরেজি

বিষয় টা ভালো ভাবে দেখুন।

কারণ বিশ্ববিদ্যালয় এ ইংরেজি নিতে পারেন।

এখন আপনার করণীয়ঃ

১.নিজের উপর ভরসা রাখুন।

২.সময় এর মূল্য দিন।

৩.সময় এর কাজ সময়ে করুন।

৪.প্রতিদিন ১০-১২ ঘন্টা পড়ার চেষ্টা করুন।

৫.প্রতিনিয়ত সালাত আদায় করুন।

৬.স্বপ্ন দেখতে থাকুন।

বর্জনীয় কাজঃ

১. সময় নষ্ট করবেন না।

২.পড়া লেখা বাদে বেশি সময় অন্য

কাজে ব্যায় করবেন না।

৩.প্রেম/ ভালোবাসাতে নিজেকে জড়াবেন না।

৪.ফেসবুক ব্যাবহার থাকলে তা ডিয়েক্টিভ করে

রাখুন।

৫. যারা সময় এর মূল্য দেয় না তাদের বর্জন করুন।

ইত্যাদি বিষয় গুলা মেনে চলতে পারলে ইন শা আল্লাহ্‌

আপনার মনের আশা পূরণ হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনার আশা পুরন হবে। আপনি  sscতে পেয়েছেন ৩.৭৩। আপনাকে hsc ততকমপককে ৩.50 এর বেশি পেতে হবে। তাছারা পয়েন্ট ভালো করতে হবে। আপনি hscতে যদি ৪.৫০ এর বেশি পান তাহলে বেশি ভালো হবে। আপনাকে অনেক পড়ালেখা করতে হবে।তাছাড়া ভতির পরিকখার জন্য অনেক বই পাওয়া যাই সে গুলো পড়তে হবে। আপনাকে প্রতিদিন কম করে ৮- ১০ ঘনটা পড়তে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ