আমি ডিগ্রী পাসকোর্স BSS দ্বিতীয় বর্ষের একজন ছাএ। আমি জানতে চাই ডিগ্রী শেষে কি সাংবাদিকতা নিয়ে পড়া য়ায কি না। না অন্য কোন কোর্স শেষ করতে হয়?


Share with your friends

হ্যা bss স্নাতক ডিগ্রি শেষ করে নিম্নের শর্তগুলো

পুরন করে আপনি সাংবাদিককায় নিম্নের কোর্সটি

করতে পারবেন।


সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সে ভর্তি সংক্রান্ত তথ্যাদি

ভর্তির যোগ্যতা

আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা স্বীকৃত অন্য যেকোন বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতকডিগ্রি এবং এসএসসি থেকে স্নাতক পর্যন্ত যেকোন ২টি পরীক্ষায় কমপক্ষে ২য় শ্রেণি/জিপিএ-৩ গ্রেড প্রাপ্ত হতে হবে। সংবাদপত্রসহ যেকোন গণমাধ্যম/বিজ্ঞাপন/জনসংযোগে কর্মরতদের অগ্রাধিকার দেয়া হবে। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র দাখিল করতে হবে।

০ এসএসসি, এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় নম্বরপত্র ও সনদপত্র।

০ স্নাতক/স্নাতক পর্যায়ের পরীক্ষার নম্বরপত্র ও সনদপত্র।

০ সংবাদপত্র বিজ্ঞাপনী সংস্থা ও অন্যান্য গণমাধ্যম প্রতিষ্ঠানে সাংবাদিকতা ও গণযোগাযোগ সংশ্লিষ্ট পেশায় নিয়োজিত প্রার্থীদের কোর্সে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিপত্র।

০ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি অনলাইনে আবেদন করতে হবে।

ভর্তির ফি

নির্বাচিত প্রার্থীদের ভর্তি ফি বাবদ এককালীন ১৬ হাজার টাকা প্রদান করতে হবে।

আসন সংখ্যা

সর্বমোট ৫০। তবে গণমাধ্যম কর্মী ও সাংবাদিকদের জন্য আসন সংরক্ষিত রয়েছে।

ক্লাসের সময়সূচি

শনিবার হতে সোমবার পর্যন্ত সপ্তাহে তিনদিন।

শিক্ষণ পদ্ধতি

কোর্সটি সাজানো হয়েছে পেশাজীবী সাংবাদিকদের চিন্তা মাথায় রেখে। এ কারণে শিক্ষণ পদ্ধতি অনেকাংশেই ব্যবহারিক বিষয়সমূহে ব্যবহারিক ক্লাস বেশি রাখা হয়েছে। যাতে করে শিক্ষার্থীরা হাতেকলমে শিক্ষা নিতে পারে।

কোর্সটিতে ইলেকট্রনিক সাংবাদিকতা বিষয়ে হাতেকলমে শিক্ষাদানের উদ্দেশ্যে ইলেকট্রনিক (টিভি ও রেডিও) এবং অনলাইন সাংবাদিকতার উপর বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা রযেছে।


এখানে বিস্তারিত তথ্যসুত্র দেখুন।

Talk Doctor Online in Bissoy App