আমার মোবাইল এ আজকে চার্জ দেওয়ার সাথে সাথে কিছুক্ষন মোবাইলে গেম খেলার পর মোবাইলের স্ক্রিন মাঝে মাঝে সাদা কালো হয়ে জলে উঠছে। এক মেকানিকের কাছে গিয়ে মোবাইলের এর ডিসপ্লেই এর সমস্যা হয়েছে নাকি জানতে চাইলে সে বলে মোবাইলের সফটওয়ার গিয়েছে। আমি গ্রামে থাকি সফটওয়ার দিতে গ্রাম থেকে অনেক দূরে যেতে হবে। এখন সে মেকানিককে সফটওয়্যার দিয়ে আনতে বললে সে বলে ৯০০ টাকা খরচ করতে হবে। আমি এখন কি করবো বা ইন্টার নেট থেকে সফটওয়্যার টি ডাওনলোড করে দিতে পারবো কি? প্লিস কেউ বলেন আমি এখন কি করতে পারবো। আমার কাছে টাকাও নেই।
শেয়ার করুন বন্ধুর সাথে
‌আপনার মোবাইলটি সম্ভবত অপারেটিং সিস্টেম সফটওয়্যার 
এর ত্রুটি হয়েছে । 
এটা আপনি ডাউনলোড করে আপডেট করতে পারবে না । 
আপনাকে এর জন্য মোবাইল মেকনিকের স্মরনাপন্ন হতে
হবেই । কেননা এটা কম্পিউটার ও অন্যান্য হার্ডওয়্যার 
ব্যবহার করে ফ্ল্যাশ দিতে হবে ।
আর হ্যাঁ আপনি যে মেকানিক কে দেখাইছেন সে বেশি 
টাকা চাইছে আপনি অন্য কোন ভালো মেকানিকের সাথে
কথা বলুন ।
আশা করি ৩০০-৪০০ টাকার মধ্যেই ঠিক করে দিবে । 
আপনি তার আগে নিজেই মোবাইলটাকে একবার 
রিসেট দিয়ে দেখতে পারেন । আল্লাহর রহমতে ঠিক ও 
হয়েও যেতে পারে ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ