শেয়ার করুন বন্ধুর সাথে

দাদ লক্ষন: (১)প্রথমে আক্রান্ত স্থানে ছোট লাল গোটা হয় এবং সামান্য চুলকায়। (২) আক্রান্ত স্থানে বাদামী বর্ণের আইশ হয় এবং স্থানটি বৃত্তাকারে বড় হতে থাকে। (৩)ক্রমে সুনির্দিষ্ট কিনারা সহ বৃত্তের আকার বৃদ্ধি পেতে থাকে এবং মাঝখানে ত্বক স্বাভাবিক হয়ে আসে। (৪)চুলকানি বৃদ্ধি পায়। (৬)চুলকানোর পর আক্রান্ত স্থানে জবালা হয় এবং আঠালো রস বের হয়। (৭)মাথায় হলে স্থানে স্থানে চুল উঠে যায় (৮) নখে হলে দ্রুত নখের রঙ বদলায় এবং শুকিয়ে খণ্ড খণ্ড ভেঙ্গে যেতে পারে তাহলে Capsul,Flugal 200 mg Crem,Oxifun (চিকিৎসক পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ