Call

না দেখে সেটা চর্মরোগ কিনা বা হলেও কোন ধরনের চর্মরোগ তা বলা কঠিন। আপনি পরিচিত দু-চারজনকে দাগগুলো দেখান। তবে গরমকালে একধরনের ব্যাকটেরিয়ার সংক্রমনে শরীরের বিভিন্ন অংশে যেমনঃ কপাল, গাল, গলা, ঘাঢ়, বুক, পিট, হাত ইত্যাদিতে সাদা বা গোলাপি ছোপ ছোপ আকারে দাগ হয়। এটাকে ছিয়াল বা ছুলি বলা হয়। এই রোগ হলে "সিলেক্ট প্লাস" শ্যাম্পুটি ব্যবহার করতে পারেন। দাম ১৫৫-১৭৫ টাকা। প্রতিদিন গোসল বা রোদে বেরোনোর আগে আক্রান্ত স্থানে শ্যাম্পুটি লাগিয়ে ১০-১২ মিনিট পর ধুয়ে ফেলুন। এভাবে ২ সপ্তাহ ব্যবহার করুন। আশাকরি ফল পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ