শেয়ার করুন বন্ধুর সাথে
Call

খাবার ঠিকঠাক খাচ্ছেন, কিন্তু শারীরিক দুর্বলতা কিছুতেই যাচ্ছে না। শরীর এতই দুর্বল হয়ে পড়ে যে রোজকার কাজ করারও ক্ষমতা থাকে না।

গরম কালেও যদি ঠান্ডা লাগে আর প্রায়ই কাঁপুনি আসা

 কোনও কাজই মন দিয়ে করতে না পারা। হঠাৎ হঠাৎ ভুলে যাওয়া।

অবসাদে ভোগা বা সবসময়ে ক্লান্তি। এর থেকে গা-হাত পায়েও ব্যথা হয়।

নিশ্বাস কষ্ট হওয়া। হাঁপানি শুরু হওয়া।

অ্যালাজাইমারে আক্রান্ত হওয়া। প্রায়ই হ্যালুসিনেশন হওয়া এইগুলিও মৃত্যুর বড় ইঙ্গিত।

নিজের দেহের ওজন খুব হালকা লাগলে বা বুঝতে না পারলে।

কিডনিতে সমস্যা হলেই পা বা গোড়ালি ফুলে ওঠে।

১হাত ও পায়ের আঙুলের মাথা ঠান্ডা হয়ে যাওয়া।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ