শেয়ার করুন বন্ধুর সাথে
Call

খাবার মানুষে সুস্হ রাখে তেমনি খাবারই মানুষকে অসুস্হ করে তোলে। কেউ বাঁচার জন্য খাবার খায়,আবার কেউ বেঁচে থাকার জন্য খাবার ছেরে দেয়। আর খাবার একজন মানুষের বৃদ্ধি কমাতে পরিপূর্ণ ভাবে দায়ী নয়।মানুষের বৃদ্ধি কমে তার বদ অভ্যাসের জন্য। এগুলোর মধ্যে বেশী চিন্তা করা,বাজে নেশা,কঠোর পরিশ্রম, ধুমপান,মানুষিক চাপ,শারীরিক অসুস্হতা, ভালোভাবে খাবার না খাওয়া, ইত্যাদি। তবে মানুষের সৃষ্ট কর্ম বা খাবার দারা মানুষের উচ্চতা কমে না তেমন। কিন্তুু শারীরিক ভঙ্গন হয় এগুলো দ্বারা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ