Share with your friends
biggan

Call
H2SO4 একটি এসিড। কারণ-

(1) এটি টক স্বাদযুক্ত।
(2) প্রতিস্থাপনযোগ্য H পরমাণু বিদ্যমান।
(3) নীল লিটমাসকে লাল করে।
(4) পানিতে H+ আয়ন প্রদান করে।
      H2SO4(H2O) ―—› 2H++ SO4¯
(5) জলীয় দ্রবণে pH এর মান কম।
(6) জলীয় দ্রবণে এক ফোঁটা ফেনোফথ্যালিন দ্রবণ যোগ করলে বর্ণহীন হয়।
(7) মিথাইল অরেঞ্জ যোগ করলে লাল হয়।
(8) কার্বনেটের সাথে বিক্রিয়া করে লবন, পানি ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে।
      CaCO3 + H2SO4 ―—› CaSO4 + H2O + CO2
(9) ধাতুর সাথে বিক্রিয়া করে লবন ও হাইড্রোজেন উৎপন্ন করে।
      Zn + H2SO4 ―—› ZnSO4 + H2O + CO2
(10) ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবন ও পানি উৎপন্ন করে।
      Ca(OH)2 + H2SO4 ―—› CaSO4+H2O
Talk Doctor Online in Bissoy App