আমার বয়স ২৬, হাইট ৫"৭",ওয়েট ৬৭ কেজি।

আমার প্রব্লেম, ২ দিন ধরে নিশ্বাস নিতে কষ্ট।

প্রেশার ছিলো গতকাল ৯০/১২০।  বিটালক খেলাম, ৩ ঘন্টা পর প্রেশার হলো ৭৫/১১০।  

হার্টবিট/পালস রেট ছিলো ৯৫/১১২। 

জর ছিলো ৯৭ ডিগ্রী।  


আমার খুব বেশি গেস্ট্রিক প্রব্লেম। 

১ মাস আগে এন্ডসকপি করালাম। 

ইকো করালাম, ইসিজি করালাম। 

সব নরমাল ছিলো। সামান্য গেস্ট্রিক প্রব্লেম ধরা পড়েছিলো যার কারনে ডেক্সল্যান 60mg দিনে ১ টা খাইতে বলেছে ডক্টর।  

আমার খুব মানুষিক টেনশন।  রোগ নিতে আতংক। 

এইসব কাজ করে। 


এই ব্রিদিং প্রব্লেম কেন হচ্ছে?  প্লিজ জানাবেন। 



শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনার পতিদিনের খাবার গুলো সাস্থসম্মত নয়।যেটি আপনার শরীরের সমস্যা করছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ