প্রথমে নাম্বার দিয়ে খুলা আইডিটি ডিলেট দিয়েছি। এখন আরেক নতুন আইডি খুলব কিন্তু দেখায় যে-আমার নাম্বার নাকি কোনো আইডির সাথে সমৃক্ত। আবার,আগের যেই আইডিটা এই নাম্বারে খুলা ছিলো, সেই একই  নাম্বার ও পাসওয়ার্ড দিলে দেখায়- এই নাম্বারে কোনো আইডি নেই,নতুন একাউন্ট খুলুন।আইডি খুলতে গেলে আবার বলে,আমার  নাম্বারের সাথে কোনো আইডি সম্পৃক্ত। অন্যান্য আইডি দিয়ে সার্চ দিলে, দেখায়- কোনো রেজাল্ট নাই। জটিল সমস্যা,কেউ জানলে বলেন,কি করব।
শেয়ার করুন বন্ধুর সাথে
ArfanAli

Call

আপনার একাউন্টি ফেসবুক থেকে চিরতরে ডিলিট হলেও নম্বরটি ঐ একাউন্টের সাথে যুক্ত আছে তাই আবাদত এই নম্বর দিয়ে নতুন করে একাউন্ট খুলতে পারবেন না। আপনি ২-৩ মাস পর এই নম্বর দিয়ে পুনরায় একাউন্ট খুলতে পারবেন। ৩ মাস পর না পারলেও ৫-৬ মাস পর একাউন্ট খুলতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
JoyRadhe

Call

টি পছন্দ   সর্বোত্তম উত্তর আপনি মাথায় পিয়াজ এর রস নিতে পারেন।কমপক্ষে সপ্তাহে একবার নিলে চুল গজায় প্রচুর ও চুল সুন্দর 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ