ফেসবুক আইডি সিঙ্গেল নাম দিয়ে খোলার কারণে আইডি টা নাম ভেরিফিকেশন এ পড়ছে।কে রিপোর্ট করছে জানি না।এখন তিনটা ছবি আপলোড দিতে বলেছে আমি আমার নিজের ছবি আপলোড দিছি।এখন আর ফেসবুকে ঢুকতে পারতেছি না।ইংলিশে লেখা উঠতেছে ~~ আর নিচে শুধু log out এর অপশন। আইডির নাম ছিলো অর্ক।2টা আইডি (অর্ক) নামে খুলছি 2 টাই এইরকম।প্লিজ হেল্প করেন ভাইয়া। কেউ পারলে ঠিক করে দেন।নাম্বার পাসওয়ার্ড লাগলে বলেন
শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

বিস্ময় অ্যানসারের কোনো সদস্য বা কেউ আপনাকে

সহায়তা করে আইডি ঠিক করে দিতে পারবে না।

আপনার আইডি দুটি Identifation তে পড়েছে, 

এমতাবস্থায় আপনাকে সরকারি কোনো ডকুমেন্ট 

যেখানে আপনার নাম, জন্ম তারিখ ও ঠিকানা

লিপিবদ্ধ থাকবে এমন ডকুমেন্ট আপলোড করে

ফেসবুক কর্তৃপক্ষের নিকট সাবমিট করতে হবে। 

ফেসবুক কর্তৃপক্ষ আপনার ডকুমেন্টস যাচাই

করবে যদি আপলোডকৃত তথ্য সঠিক হয় এবং

ফেসবুকের প্রফাইলের তথ্যের সাথে সাদৃশ্য হয়

তাহলে আপনার আইডি ফেরত পাবেন, নতুবা নয়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ