আমার পরিক্ষা চলছে প্রথম পরিক্ষা আল্লাহতালার রহমতে ভালোই

দিয়েছি।

আজ আমার আইসিটি পরিক্ষা কিন্ত পিপারেশন একটু ও ভালো না।

এটা আমার দোষে গত পর্শুদিন শুক্রবার ছিলো।

তাই ওই দিন পড়ি নাই।

ভেবেছিলাম পরের দিন পড়বো কিন্ত

রাতে পড়তে বসে মাথা কাজ করে না।

ভাবি ভোর বেলা পড়বো কিন্ত ভোর বেলা উঠতে পারি নাই।

যে কারনে পড়াই হয়নি।

এখন আর সময় নাই।

আমার হাতে।

জানি না পরিক্ষা কেমন হবে।

পরামর্শ চাচ্ছি

প্রতিদিনের কাজ আমি প্রতিদিন কীভাবে করে রাখবো

আমি এটা জানি যে কোন কাজ ফেলে রাখলে সেটা আর করা

হয় না।

দয়া করে আমাকে পরামর্শ দিন আমি আমার প্রতিদিনের কাজ

প্রতি দিন কীভাবে করবো।???????


শেয়ার করুন বন্ধুর সাথে
Call
যেহেতু ভুল করে ফেলেছেন তাই যে টুকু জানেন সেটুকু পরীক্ষায় ঠিকমত লিখুন। মাথা ঠান্ডা রাখবেন।
প্রত্যেক দিন এর জন্য একটা রুটিন করে নেবেন। কখনও কোন কাজ ফেলে রাখবেন না। দিনের কাজ দিনেই শেষ করার চেষ্টা করুন। সব কাজ কেই গুরুত্ব পূর্ন মনে করুন। সময় বেধে কাজ করুন।
সর্বপরি মনে জোর রাখুন যে, আাপনাকে এই কাজ টা শেষ করতেই হবে এই সময় এর ভেতরে।
আশা করি আপনও সফল হবেন
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ