শেয়ার করুন বন্ধুর সাথে
AndreRayhan

Call

কুলম্বের সূত্র থেকে দেখা যায় যে, P বিন্দুটি A বস্তুটির যত নিকটবর্তী হয় ঐ বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের সবলতাও তত বৃদ্ধ পায় । তড়িৎ ক্ষেত্রের সবলতাকে তীব্রতা বলা হয় । তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্নক আধান স্থাপন করলে সেটি যে বল আনুভব করে তাকে ঐ বিন্দুর তড়িৎ তীব্রতা বলে । যদি P বিন্দুতে স্থাপিত আধানটি F বল লাভ করে তাহলে P বিন্দুর তড়িৎ তীব্রতা , E=F ডিবাইডেড q তড়িৎ তীব্রতা একটি ভেক্টর রাশি এবং এর দিক হচ্ছে তড়িৎ ক্ষেত্রে স্থাপিত ধনাত্নক আধানের ওপর ক্রিয়াশীল বলের দিকে । তড়িৎ তীব্রতার একক হচ্ছে নিউটন/কুলম্ব (NC-1)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ